গত ১৬ ই ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বেজোড়া দক্ষিণ পাড়া উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব্যাচ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে সাথে নিয়ে এক মিলনমেলার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ২০১৫ সালের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী নিজেদের মধ্যে আলাপ, আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের খাবার এর আয়োজন করে। সকালে বিভিন্ন ফলমূল দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়। এবং দুপুরে এক আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজ শেষে এক প্রাণবন্ত স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকল শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উক্ত মিলনমেলা অনুষ্ঠানে বেজোড়া দক্ষিণ পাড়া উচ্চ বিদ্যালয় ও বেজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক সহ অত্র এলাকার গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। সকলের উপস্থিতি অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ হয়।
