প্রতিষ্ঠান পরিচিতি: বেজোড়া দক্ষিণ পাড়া উচ্চ বিদ্যালয়টি বগুড়া পৌরসভার অন্তর্গত ২১ নং ওয়ার্ডের "বেজোড়া দক্ষিণ পাড়া" গ্রামে অবস্থিত। বেজোড়া দক্ষিণ পাড়া গ্রামটি একটি ঘনবসতিপূর্ণ জনবহুল গ্রাম। এই গ্রামে বিংশ শতাব্দীর শেষের দিকে বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট থানার বিভিন্ন এলাকা হইতে যমুনা নদী দ্বারা ক্ষতিগ্রস্থ হাজার হাজার লোক আসিয়া স্থায়ীভাবে বসবাস শুরু করে। অত্র এলাকার শিক্ষার্থীদের শিখন চাহিদা পূরণের লক্ষ্যে অত্র গ্রামের লোকজনের সহযোগীতায় ১৯৯৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান এবং শিক্ষাক্রম অনুসারে জ্ঞান, দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন সুশিক্ষিত ও আদর্শ নাগরিক তৈরি।
